আরজু ও পরীমনির ‘আমার প্রেম আমার প্রিয়া’
দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে নানা সমীকরণ শেষে মুক্তি পেতে যাচ্ছে তার ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি। গত বছর বেশ কয়েকবার ছবিটি মুক্তির তারিখ ঘোষণা হয়েছিল। কিন্তু নানা কারণে প্রযোজক ও পরিচালক মুক্তির দিন পিছিয়ে নিয়ে যান।
এবার আগামী সপ্তাহের শুরুতেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শামীমুল ইসলাম শামীম।
এ সংবাদে পরীমনির ভক্তরা হয়ত মুখিয়ে থাকবেন কায়েস আরজুর বিপরীতে তার মিষ্টি প্রেমের মিষ্টি কাহিনী উপভোগ করতে।
বছরের শুরু থেকেই গেল বছরের ছবি দিয়েই হলগুলো দিন পার করে যাচ্ছে।
আগামী ৮ ফেব্রুয়ারি পরীমনির ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি মুক্তি পেলে দর্শকরা তা লুফে নিবে এমনটাই ধারণা সিনেবোদ্ধাদের।
তবে দেখার মতো ছবি নেই বলেই যে দর্শক ভিড় জমাবে তেমনটিও নয়, ছবির চিত্রনাট্ট সিনেপ্রেমীদের মন না কাড়লে তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এ কথা জানা পরিচালক শামীমের।
বলতে গেলে ছবি খরার দিনে হলে বেশ চ্যালেঞ্জ নিয়েই হাজির হচ্ছেন পরীমনি ও তার নায়ক কায়েস আরজু।
তাদের প্রেম রসায়ন কী হলে দর্শক টানতে পারবে ?
এ প্রশ্নের জবাবে নির্মাতা শামীম বলেন, ‘ কোনো ভিনদেশি গল্প ও সংস্কৃতির ছবি নয়, আমার ছবির গল্প একেবারেই মৌলিক। আরজু-পরীর প্রেম খুব চেনা গল্পের প্রেম। যে কাউকে খুব সহজেই স্পর্শ করবে তাদের হাসি-আনন্দ।’
কায়েস আরজুর সঙ্গে জুটি বেঁধে পরীর এটিই প্রথম ছবি।
এর আগে ইন্দোনেশিয়ার বালি সমুদ্র সৈকতে ক্যামেরায় ধরা পড়েছিল পরীমনির প্রকৃতি প্রেম।
তখন তিনি জানিয়েছিলেন, শিগগিরই কোনো এক ধামাকা দেখাবেন তিনি।
আসছে ৮ ফেব্রুয়ারির ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি কী সেই ধামাকা কিনা দর্শকের মনে সে বিষয়ে রহস্য রয়েই গেল।
(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ০২, ২০১৯)