জুলহাস-তনয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
দ্য রিপোর্ট প্রতিবেদক: মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা ও সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের দু’টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ৩৩ বারের মতো পেছালো। পরবর্তী প্রতিবেদনের জন্য ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত মামলা দুটির প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় বিচারক নতুন এ দিন ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কন্সটেবল মজিবুর এ তথ্য জানান।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে জুলহাস ও তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।
মামলা দু’টির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।
(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)