পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন
মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফেরিঘাটের পন্টুন থেকে পণ্যবাহী ট্রাক লোড-আনলোডে অতিরিক্ত সময় লাগার কারণে উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের এই দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী প্রায় ২১ জেলার সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
উভয় ফেরিঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে। তবে অপেক্ষামান যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
এ ব্যাপারে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, বৃষ্টিতে ফেরিঘাটের পন্টুনে উঠা-নামার রাস্তাটি পিচ্ছিল হয়ে যাওয়ায় ফেরি লোড-আনলোডে বেশি সময় লাগছে। বিশেষ করে পণ্যবোঝাই ট্রাক ফেরিতে উঠা-নামা করতে সময় বেশি নিচ্ছে। যে কারণে ফেরিঘাট এলাকায় অপেক্ষামান যানবাহনের সংখ্যাও বাড়ছে।
তিনি আরো জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন না থাকলেও অপেক্ষামান রয়েছে ঢাকামুখী পণ্যবাহী শতাধিক ট্রাকের লাইন। যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারের সুযোগ দেওয়ায় পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ হচ্ছে।
তবে আবহাওয়া ভালো হয়ে গেলে দুপুর নাগাদ যানবাহন পারাপারে কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র এই কর্মকর্তা।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের সহাকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, যানবাহন ও যাত্রী পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে তিনটি ফেরি ভাসমান মেরামত কারখানা মধুমতিতে রয়েছে।
তবে খুব শিগগিরই একটি ফেরি মেরামত কাজ সম্পন্ন করে নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারের উপযোগী করে তোলা হচ্ছে বলেও জানান ফেরিঘাট কর্তৃপক্ষ।
(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ২৬)