সাতক্ষীরা ও লালমনিরহাট প্রতিনিধি : সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীপ্রধান সাহেব আলীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বকুল মিয়া (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় এবং বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে এ দুটি পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, সাতক্ষীরায় গুলিবিদ্ধ সাহেব আলীসহ দুজনই জলদস্যু। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদ জানান, গুলিবিদ্ধ দুই জলদস্যুকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে লালমনিরহাটে নিহত বকুল মিয়া মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বকুল আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে বলে দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে দুইটি হাসুয়া ও লাঠি উদ্ধার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানা ওসি মকবুল হোসেন জানান, গোপন খবর পেয়ে উপজেলার ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বকুলকে আটক করা হয়।

পরে বকুলের দেয়া তথ্যের ভিত্তিতে মাদকের বড় চালান উদ্ধারে তাকে সঙ্গে নিয়ে শ্রীখাতা এলাকার ভুট্টুর ইটভাটায় গেলে বকুলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় বকুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে বকুলের দুপায়ে লাগে।

পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনায় মাদকবিক্রেতাদের হামলায় আহত হন এসআই আমিনুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর আলম। তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদকবিক্রেতা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)