নারায়ণগঞ্জে তরুণীর হাত-পা ভাঙা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর হাত ও পা ভাঙ্গা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ফতুল্লার জামতলা ব্রাদার্স রোডের রউফ টাওয়ারের সামনে থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পড়নে সেলোয়ার কামিজ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টায় অজ্ঞাত ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। তরুণীর বাম হাতের কজ্বিতে বেন্ডিস করা ছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
তবে ধারণা করা হচ্ছে, তরুণীকে অন্যস্থানে হত্যা করে জামতলা ব্রাদার্স রোডের রউফ টাওয়ারের সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা। তরুণীর হাত-পা ভাঙ্গা মনে হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০২, ২০১৯)