সুলতান মনসুর গণশত্রুতে পরিণত হবেন : রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরের শপথ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে মানুষের সঙ্গে ছলনা করে, অঙ্গীকার ভঙ্গ করে শপথ নেয়ায় তিনি গণশত্রুতে পরিণত হবেন।
বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দল সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে। তাকে ধানের শীষ প্রতীক দেয়া ভুল হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক শাহিদা রফিক, নাজমুল হক নান্নু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৭, ২০১৯)