সিরাজগঞ্জে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্র স্থগিত
সিরাজগঞ্জ প্রতিনিধি: ভোটগ্রহণ শুরুর আগেই সিরাজগঞ্জের একটি ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
শনিবার মধ্যরাতে শহরের ১ নম্বর ওয়ার্ড মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রিসাইডিং অফিসার মো. আনোয়ার জানান, ভোটের আগের রাতেই অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বার বার চাপ প্রয়োগ করা হয়। এতে সুষ্ঠু ভোটগ্রহণ করা সম্ভব নয় বলে জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়। রাতেই কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১০, ২০১৯)