দ্য রিপোর্ট ডেস্ক: আমেরিকান সাপ্তাহিক বিনোদনমূলক ম্যাগাজিন ভ্যারাইটির এক জরিপে বিশ্বের ৫১ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

 

তালিকায় আরও আছেন এবারের অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান, এমিলি ব্লান্ট, ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা গুরিন্দর চাধা প্রমুখ। ভ্যারাইটির তালিকায় নিজের নাম দেখে বেশ উচ্ছ্বসিত সোনম।

টুইটারে তিনি লিখেছেন, ‘ও মাই গড! এ অবিশ্বাস্য নারীদের পাশে জায়গা পাওয়া সত্যিই অনেক সম্মানের।’ ম্যাগাজিনটি জানিয়েছে, গত বছর নারী ক্ষমতায়নের কমেডি ছবি ‘ভিরে ডি ওয়েডিং’, ভারতের গ্রামীণ নারীদের সাশ্রয়ী মূল্যের স্যানিটারি প্যাড তৈরির লক্ষ্যে কাজ করা একজন মানুষের বায়োপিক ‘প্যাডম্যান’, ব্যবসাসফল ছবি ‘সঞ্জু’ ও চলতি বছর বলিউডের প্রথম মূলধারার সমকামী ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-তে সোনমের অভিনয় দৃষ্টি কেড়েছে সবার। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘একটি নির্দিষ্ট গণ্ডি ও ছকে পড়ে থাকা ভালো নয়।

তাই সবসময় বৃত্ত ভাঙতে চেয়েছি। কোনো কাজই ছোট নয়। একদিন সবই স্মৃতি হয়ে যাবে। তাই আমার লক্ষ্য সময় থাকতে সেরাটা দেয়া।’

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১১, ২০১৯)