বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : জেলার সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় পিকনিকের বাস ও পিকআপের সংঘর্ষে ঢাকা ইডেন কলেজের শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় নিহত হয়েছেন পিকআপের চালক নুরুল আবছার (২৫)। রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর কাদের জানান, ইডেন কলেজের একটি পিকনিকের বাস বান্দরবান যাচ্ছিল। রবিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় পৌছঁলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নুরুল আবছার মারা যান। নিহত নুরুল আবছার সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের নুরুল আমিনের ছেলে। আহত শিক্ষক ও শিক্ষার্থীদের কেরানীহাটের আশ-শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমডি/এজেড/মার্চ ০৯, ২০১৪)