হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম, ব্যবহারকারীরা ভোগান্তিতে
দ্য রিপোর্ট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ডাউন হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।
বুধবার (১৩ মার্চ) রাত থেকে ফেইসবুকে কোনো লিংক শেয়ার কিংবা পোস্ট দেওয়া যাচ্ছে না; ফেসবুকের মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিয়েছে।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
তাদের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এই সমস্যার শুরু। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ইরর লেখা ভেসে আসছে।
তবে কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, আমরা দেখছি, কিছু ব্যবহারকারী ফেইসবুক ও আমাদের অন্য অ্যাপ ব্যবহারে সমস্যা পোহাচ্ছেন। সমস্যাটি দ্রুততম সময়ে সমাধানে কাজ চলছে।
ফেসবুক মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণে সমস্যা চললেও মোবাইল সংস্করণ ঠিক আছে বলে বিবিসি জানিয়েছে। ফেসবুকের আরেকটি অ্যাপ হোয়াটস অ্যাপ ব্যবহারেও সমস্যা হচ্ছে না।
যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ফেইসবুকের পাশাপাশি বিশ্বের নানা দেশে বিভিন্ন ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ওয়েবসাইটও রয়েছে।
আর ফেসবুকের পাশাপাশি একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ইনস্টাগ্রামেও। একইসঙ্গে জিমেইলও খুব ধীর গতিতে কাজ করছে।
তবে, মার্ক জুকারবার্গের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে বন্ধ থাকার কোনো কারণ এখনো জানানো হয়নি।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৪, ২০১৯)