চুয়াডাঙ্গায় ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।
গুলিবিদ্ধ লাশ দু’টির মধ্যে ইমরান (২৬) একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আলমডাঙ্গা শহরের মসজিদ পাড়ার পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুর রহমানের ছেলে।
তার মাথায় এবং বুকে গুলির চিহ্ন রয়েছে। কে বা কারা কেন ইমরানকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ কিছু বলেনি।
জানা গেছে, ইমরান আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে আলমডাঙ্গা, দামুড়হুদা ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতায়, ধর্ষণ ও চুরিসহ প্রায় দু’ডজন মামলা রয়েছে।
জীবননগর থানা পুলিশের ডিউটি অফিসার এসআই সিরাজুল ইসলাম জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৪, ২০১৯)