দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে জেনেভায় বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনা তৃতীয় দিনে পৌঁছেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার আলোচনা শেষে বলেন, ‘আলোচনার অগ্রগতি হচ্ছে। আমরা দুইপক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছি।’ তবে, এই ইস্যুতে আরো কাজ বাকি আছে বলে জানান তিনি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অ্যারাকচি তার কথারই প্রতিধ্বনি জানিয়ে বলেন, ‘এই আলোচনা অবশ্যই ফলপ্রসু হচ্ছে। তবে আরো কাজ বাকি আছে।’

এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও একজন জ্যেষ্ঠ চীনা কূটনীতিক শনিবারের আলোচনায় যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।

এর আগে, শুক্রবার বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর স্থগিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোনের সঙ্গে জেনেভায় এই ইস্যুতে শুক্রবার পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

অনির্ধারিত এই আলোচনায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেন।

জন কেরি এর আগে বলেছিলেন, ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে এখনো ‘চোখে পড়ার মতো ব্যবধান’ আছে।

আলোচনার শর্ত অনুযায়ী পশ্চিমা নিষেধাজ্ঞা কমাতে ইরান পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করে দেবে।

পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যেই ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে। যদিও ইরান এই অভিযোগ বার বার নাকচ করে দিয়েছে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)