বেলা অবেলায় শাহনুর
দ্য রিপোর্ট ডেস্ক: বেলা অবেলা নামে নতুন একটি ছবির কাজ শুরু করছেন চিত্রনায়িকা শাহনুর। তাজু কামরুলের পরিচালনায় এ ছবির শুটিং আগামী সপ্তাহ থেকে শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে এ ছবির প্রথম লটের শুটিং করেছেন শাহনুর।
এবার শুরু হচ্ছে শেষ লটের কাজ। ছবিতে তার সহশিল্পী চিত্রনায়ক ইমন। নতুন ছবি প্রসঙ্গে শাহনুর বলেন, ‘আমার মূল কাজ অভিনয়। বেলা অবেলা ছবিটি দিয়ে নতুনভাবে কাজ শুরু করছি।’ এদিকে চলতি সপ্তাহে জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’ নামে একটি ছবির ডাবিং শেষ করেছেন শাহনুর।
এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ইন্দুবালা সিনেমাটি সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ অন্যদিকে শাবনূরকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন শাহনুর। এটি নির্মাণের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৫, ২০১৯)