মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপি এখন দল পুনর্গঠনের কাজ করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়াতে তার গ্রামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আমরা এখন যে কাজটি করছি তা হচ্ছে— দল পুনর্গঠনের কাজ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দল পুনর্গঠনের কাজ চলছে। আমরা সেই কাজগুলোই এখন করছি।'

তিনি বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে রাজনৈতিক কারণে কারাভোগ করছেন। গণতন্ত্র ও গণতন্ত্রের মানসকন্যা দেশ নেত্রী খালেদা জিয়াসহসহ রাজবন্দিদের মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'বর্তমানে দল পুনর্গঠনের কাজ চলছে। এদেশের জনগণকে সাথে নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হবে।'

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রয়াত মহাসচিবের দুই ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু ও খোন্দকার আকতার হামিদ ডাবলুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় নেতাকর্মী ও খোন্দকার দেলোয়ারের পরিবারের সদস্যদের নিয়ে মির্জা ফখরুল প্রথমে কবর জিয়ারত ও পুস্পস্তবক করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজান করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোন্দকার দেলোয়ার মারা যান। বীর মুক্তিযোদ্ধা খোন্দকার দেলোয়ার মানিকগঞ্জের পাঁচুরিয়ায় ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে অনার্স ও ১৯৫৩ সালে মাস্টার্স পাস করেন। ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি চার ছেলে ও দুই মেয়ের জনক। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেলোয়ার সক্রিয় ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তিনি একুশে পদকে ভূষিত হন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৬, ২০১৯)