গ্যাসের দাম বাড়ালে সাধ্য মতো প্রতিবাদ: মির্জা ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে বিএনপি তার প্রতিবাদ সাধ্য মতো করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অন্যায়ভাবে চাপিয়ে দেয়া মূল্যবৃদ্ধি মেনে নেয়া হবে না।
রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আজ দেশে প্রায় একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এমন একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৭, ২০১৯)