অভিনয় ছাড়বেন আমির
দ্য রিপোর্ট ডেস্ক: বয়সের ৫৪তম অধ্যায়ে পা দিলেন আমির খান। জন্মদিনে ঘোষণা করলেন নতুন ছবি ‘লাল সিংহ চাড্ডা’র কথা। একই সঙ্গে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও বলছেন জনপ্রিয় এই বলিউড নায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, হঠাৎ করেই ‘তারে জামিন পর’ পরিচালনা করেছিলাম আমি। আসলে সিনেমা তৈরি বা অভিনয় এ সবই তো ভালো লাগে। কোনোটাই ছেড়ে দিতে পারব না। ক্যারিয়ার শুরু করেছিলাম অভিনেতা হিসেবে। তখন ওটা ভালো লেগেছিল। এখন অভিনয় ছাড়তে পারব না। সে জন্য নিজের ভিতরের পরিচালককে থামিয়ে রেখেছি। কিন্তু পুরোপুরি ফিল্মমেকার হয়ে গেলে অভিনয়টা ছেড়ে দেব।
প্রযোজক হিসেবে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন আমির। তবে এর মধ্যে ‘দঙ্গল’ বেশ নাম করেছে। ভালো ছবি উপহার দেবার বিষয়ে আমির জানান, ক্রিয়েটিভিটি বজায় রাখা তার টিমের মূল উদ্দেশ্য। তাই যতক্ষণ না ভালো স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে, ততক্ষণ ছবি তৈরির কথা ভাবছেন না।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৮, ২০১৯)