মেরুল বাড্ডায় বোনের সামনে ভাইকে গুলি করে হত্যা
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় জুলহাস হোসেন (৩৫) নামের এক প্রাইভেটকার চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় জুলহাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন সমমেহের জানান, রাতে বাসা থেকে বেরিয়ে বাসার সামনের একটি ফার্মেসিতে মায়ের জন্য ওষুধ আনতে যান তাঁরা দুই ভাইবোন। ফার্মেসির সামনে যাওয়ার পর দুই যুবক জুলহাসের বুকে গুলি করে দৌড়ে পালিয়ে যায়। তাদের বয়স ২০ থেকে ২৫ বছর।
সঙ্গে সঙ্গে জুলহাস রাস্তায় পড়ে গেলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ১৯,২০১৯)