সুনামগঞ্জে ছুরিকাঘাতে আ. লীগ নেতা খুন
সুনামগঞ্জ প্রতিনিধি: জেলার সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল মিয়াকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ধলাইপাড় গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জয়নাল মিয়া ইসলামপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের গ্রাম ধলাইপাড় থেকে সেলিম মিয়া (২৬), শাহীন (৪০), ইসলামপুরের সাগর মিয়া (১৭) এবং জগন্নাথপুর উপজেলার রবিকে (২৫) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ধলাইপাড়ের শওকত মিয়া তার বাড়ির আম গাছের নীচে জয়নাল মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, জয়নাল মিয়ার শরীরের ৩ স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা মদ্যপ অবস্থায় ছিল। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৯, ২০১৯)