আলিয়াকে আলু বললেন ক্যাটরিনা
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া ভাটকে আলু বলে মন্তব্য করেছেন। তবে রাগ বা অভিমান করে নয়, ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আলু বলেছেন তিনি।
চলতি এপ্রিলে মুক্তি পাবে আলিয়ার আগামী ছবি ‘কলঙ্ক’। তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেখানে ক্যাটরিনা মন্তব্য করেছেন, ‘ওয়েল ডান আলু…।’
আলিয়ার নামকে আদর করে আলু ডাকেন ক্যাটরিনা। যদিও কেউ কেউ আলিয়া ও ক্যাটরিনার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে মনে করেন না। গুজব রটেছিল রণবীর কাপুরের সঙ্গে প্রেম ছিল ক্যাটরিনার। তবে রণবীরের মা নীতু সিং কাপুর নাকি ক্যাটরিনাকে পছন্দ করতেন না।
অন্যদিকে গত কয়েক মাস ধরে আলিয়া-রণবীরের প্রেমের জল্পনা রয়েছে। জানা গেছে, আলিয়াকে পছন্দ করেন কাপুর পরিবারের সদস্যরা।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৯, ২০১৯)