সালমান শাহ স্মরণে শুটিং স্পট
দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর থেকেই ভক্তরা এ নায়কের নামে এফডিসিতে একটি শুটিং ফ্লোর নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। কিছু যৌক্তিক কারণে সেটা অপূর্ণই রয়ে গেছে।
এবার রাজধানীর অদূরে গাজীপুরে সালমান শাহের আলোচিত ছবি ‘স্বপ্নের ঠিকানা’ নামে একটি শুটিং স্পটের নামকরণ করা হচ্ছে। এমনই জানিয়েছেন স্পটটির মালিক রাশেদ খান।
নিজেকে সালমানের ভক্ত পরিচয় দেয়া রাশেদ খানের দাবি, সালমান শাহ স্মরণে তিনি স্পটটির নাম স্বপ্নের ঠিকানা রাখছেন। এদিকে এই নামকরণ সালমান শাহের নামে না হয়ে তার ছবির নামে কেন এমন প্রশ্নও উঠছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২০, ২০১৯)