দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুরে আগুন লেগে স্বামী–স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে।

মিরপুরের ১৩ নম্বর সেকশনে শ্যামলপল্লি নতুন বাজার এরাকায় একটি টিনশেড বাসায় আগুন লাগলে এ ঘটনা ঘটে।

দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন মোহাম্মদ হান্নান (৩৫), আছিয়া বেগম (২৮) ও আছিয়ার ভাই উজ্জ্বল (৩০)।

হান্নান ও আছিয়া একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। উজ্জ্বল অটোরিকশা চালান। তাদের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী শামসুল জানান,রাত তিনটার দিকে আগুন দেখে এলাকাবাসী এগিয়ে আসেন। সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন। সকাল ছয়টায় তাদের হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনের মধ্যে উজ্জ্বলের অবস্থা বেশি খারাপ। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। হান্নানের শরীরের ২৭ শতাংশ ও আছিয়ার ৪ শতাংশ দগ্ধ হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২০, ২০১৯)