দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামীক ফ্যাইনান্সের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য সাড়ে ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার ১০ শতাংশ নগদ এবং ৪ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

 

 

 

আলোচ্য সময়েইসলামিক ফ্যাইনান্সেরশেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে তা আয় ছিল ১ টাকা ৮১ পয়সা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৫ পয়সা, যা আগের বছর ছিল ১৪ টাকা ২৯ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ১৬ টাকা ৫৪ পয়সা।

ইসলামিক ফ্যাইনান্সেরবার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৫ মে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ এপ্রিল নির্ধারন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৯)