অবৈধ অস্ত্রধারীরাই বাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িত: তদন্ত কমিটি
দ্য রিপোর্ট প্রতিবেদক : অবৈধ অস্ত্রধারীরাই রাঙ্গামাটির বাঘাইছড়িতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।
বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে মনে হচ্ছে, তবে এটা করা হয়েছে তা নিশ্চিত নয়। তারা দুস্কৃতিকারী বলে মনে করি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন শেষে সংঘটিত সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে ৭ সদস্যের কমিটি বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত ১৮ মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলোমিটার এলাকায় পাহাড় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ির উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এ সময় গাড়িতে থাকা সকলেই হতাহত হয়। নিহত হয় ৭ জন।
(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ২১,২০১৯)