শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচিনন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছিলেন শিক্ষকরা। তবে পুলিশের বাধার মুখে প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন তারা।
শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের সময় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো। আমরা আশা করছি আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে আমাদের দেখা করার সুযোগ দিবেন।’
রাস্তায় অবস্থান সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার পেট্রল ইনস্পেক্টর বাশার বলেন, ‘আমরা তাদের বারবার রাস্তা ছেড়ে যাওয়ার কথা বলছি। কিন্তু তারা কাল থেকে এখানে অবস্থান নিয়ে আছেন। তারা শিক্ষক মানুষ, কোনও সহিংসতা করছেন না। হয়তো আজকের মধ্যে তারা রাস্তা ছেড়ে দেবেন।’
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২২, ২০১৯)