প্রাথমিক সমাপনীতে বৃত্তি পাবে ৮২,৫০০ শিক্ষার্থী: প্রতিমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ৮২ হাজার ৫শ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থী ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৫শ শিক্ষার্থী অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
রোববার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলায় কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বণ্টন করা হয়। এবার মোট সাত হাজার ৯৮৮টি ইউনিয়ন/পৌরসভার ওয়ার্ডে প্রতিটিতে ছয়টি (তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী) হিসেবে ৪৭ হাজার ৯২৮টি এবং অবশিষ্ট ১ হাজার ৫৭২টি বৃত্তি হতে প্রতিটি উপজেলা হতে আরও তিনটি (একজন ছাত্র, একজন ছাত্রী ও একজন মেধার ভিত্তিতে) করে ৫১০টি উপজেলায় ১ হাজার ৫৩০টি সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। তারা টুলস ঠিক করবে। পরীক্ষা উঠে গেলেও মূল্যায়ন পদ্ধতি থাকবে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা যথাযথভাবে চলবে।’
এ সময় মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, ‘সারা দেশে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৪, ২০১৯)