বিএনপি-জামায়াতের অপপ্রচারে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি: হানিফ
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াতের অপপ্রচারের কারণেই এতোদিনেও ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি জামায়াত পরিকল্পিত ভাবেই অনেক সময় ২৫ মার্চের গণহত্যাকে বিতর্কিত করতে প্রশ্ন তুলেছিলো। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলো তাদের নানান ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে পারিনি।
তবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বমঞ্চে জোরালো দাবি তুলেছে। তিনি আশা করেন শিগগিরই জাতিসংঘ ২৫ মার্চের গণহত্যার স্বীকৃতি দেবে।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৬, ২০১৯)