রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে স্কেভেটর মেশিনে মাটি কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ২টায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পিরোজপুর গ্রামে মৃত মজিবুর রহমানের ছেলে আনিসুর রহমান (৩৪) এবং নোয়াখলী জেলার মৃত আবুল খায়ের ছেলে আবুল বাশার (৫২)। তারা দুজনেই রামপুরা এলাকায় বসবাস করতো।
নিহত আনিসুরের ভাই আরিফ জানান, স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে আনা হয়। পরে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সোয়া ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটো ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৬, ২০১৯)