খুনি নূরকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই
দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরাতে কানাডার আদালতে করা মামলার শুনানি শেষ হয়েছে। সোমবার (২৫ মার্চ) চার ঘণ্টা ধরে এ শুনানি চলে। কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, আইনী প্রক্রিয়া শেষে নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে দৃঢ় প্রত্যয় জানিয়েছে কানাডায় বাংলাদেশ হাই-কমিশন।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কানাডার অন্টারিওর ফেডারেল আদালতে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরানোর লক্ষ্যে করা মামলার শুনানি শুরু হয়। নূর চৌধুরীর বিষয়ে তথ্য সরবরাহের পাশাপাশি দীর্ঘ বিতর্ক হয়। বিচারপতি ওরাইলির আদালতে বাংলাদেশের পক্ষে শুনানি করেন আইনজীবী জন টেরি।
নূর চৌধুরীকে ফেরত পাঠিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কানাডার আদালত সহযোগিতা করবেন বলে প্রত্যাশা কানাডায় বাংলাদেশ হাইকমিশন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।
এদিকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে দেশে বিচারের মুখোমুখি করতে সরকার দৃঢ়প্রত্যয়ী বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ২০১০ সালে পাঁচজনের সাজা কার্যকর হয়। বাকিদের মধ্যে নুর চৌধুরী কানাডায় আছে। রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছে।
খুনি আবদুর রশিদ পাকিস্তানে, শরিফুল হক ডালিম লিবিয়া অথবা জিম্বাবুয়েতে বলে ধারণা করা হয়। খুনি রিসালদার মোসলেহউদ্দিন আহমেদ জার্মানিতে। আবদুল মাজেদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। আরেক খুনি আজিজ পাশা জিম্বাবুয়েতে পলাতক অবস্থায় মারা যান।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৬, ২০১৯)