জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক ৩ দিনের
দ্য রিপোর্ট প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধকে অবমাননা করে পোস্ট ও রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে আটক জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম দিদার হোসেন এ আদেশ দেন।
এর আগে দুপুরে আশেক আহমেদকে আদালতে হাজির করে পুলিশ। এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আশেক আহমেদকে আটক করে র্যাব-৩ এর একটি টিম।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৬, ২০১৯)