দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটিএর রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে তলব করেছেন হাইকোর্ট।

সশরীরে উপস্থিত হয়ে আগামী ৩০ এপ্রিল তাকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (২৭ মার্চ) এ সুয়োমুটো (স্বপ্রণোদিত) আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রাস্তায় প্রতিনিয়ত ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘনা ঘটাচ্ছে। এসব কারণ ব্যাখ্যা করতে হবে ওই পরিচালককে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৭, ২০১৯)