আবরারকে বাসচাপা দেওয়ার ভিডিও ফুটেজে মিলেছে (ভিডিও)
দ্য রিপোর্ট ডেস্ক : রাজধানীর নর্দ্দার প্রগতি সরণীতে বাংলাদেশ সড়ক দুর্ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী বাসচাপায় নিহত হয়। গত ১৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে দুর্ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।
ফুটেজে দেখা গেছে, ঘাতক বাসটি আবরারকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ও পুলিশ মিলে বাসটি আটক করে। তবে দুর্ঘটনার পর রাস্তার মাঝখানেই বেশ কিছু সময় পড়ে থাকতে দেখা যায় আবরারকে।
বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ওঠার সময় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপারকে আটক করা হয়েছে।
ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ৮ দফা দাবিতে শিক্ষার্থীরা দুই দিন বিক্ষোভও করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা আন্দোলন স্থগিত করেন।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৭, ২০১৯)