রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আফতাব নগরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতে আফতাব নগরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মৃতদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, ভোর রাতে আফতাব নগরের গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাদের ময়নাতদন্ত করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৮, ২০১৯)