নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী
![](https://bangla.thereport24.com/article_images/2019/03/28/Capture-36.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় র্যাবের উপর দেশের মানুষের যথেষ্ট আস্থা রয়েছে। নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি দমনে সফলতা এসেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় তিনি র্যাবের সদর দফতর কুর্মিটোলায় র্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, র্যাবের অভিযান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেন সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সর্তক থাকতে হবে। মাদকবিরোধী অভিযান চলবে।
প্রধানমন্ত্রী বলেন, বন ও জলদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসলে জীবন জীবিকার ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে ৩২ বাহিনীর ৩২৮ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। তাদের সন্তান যেনো দস্যুর সন্তান হিসেবে অসম্মান অপদস্ত না হয়, সে ব্যবস্থা করে দিয়েছি। তারা এখন সম্মানজনক জীবন যাপন করতে পারছে। যারা সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তারা আত্মসমর্পণ করলে সুন্দরভাবে বাঁচার ব্যবস্থা আমরা করে দেবো।
প্রধানমন্ত্রী আরো বলেন, মাদকের সঙ্গে জঙ্গিবাদ একটি বড়ো সমস্যা। এ সমস্যাটি বিশ্বব্যাপী। এই বড় সমস্যার সমাধানে গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে আমরা একটি কমিটি করে, কে কোন দায়িত্ব পালন করবে এবং কোন তথ্য পেলে আলোচনার মাধ্যমে কিভাবে ব্যবস্থা নেয়া যায় সে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে সকাল ১০টায় তিনি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানস্থলে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন র্যাব ফোর্সেস’র একটি চৌকস দল।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৮, ২০১৯)