দ্য রিপোর্ট প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত এখন ঢাকায়। আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায়। এতে ২২ দেশের সেরা গলফাররা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

বঙ্গবন্ধু কাপ গলফ-এর লোগো উন্মোচনের জন্যই সঞ্জয় দত্তের এবারের সফর। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন।

আজ (২৮ মার্চ) দুপুর নাগাদ একটি বিশেষ বিমানে ঢাকায় নামেন সঞ্জয় দত্ত। এরপর বিকেলে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানটির উদ্বোধন করেন তিনি।

এর আগে ২০১০ সালে ভারতীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে তিনি মাত্র ৫ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। সেই হিসেবে ৯ বছর পর তার এই ঢাকা সফর।

তবে ‘মুন্না ভাই’ খ্যাত সঞ্জয় দত্ত কয়দিন ঢাকায় থাকবেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ২৮,২০১৯)