মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা মিরপুর এলাকায় থাকতো বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- সোহাগ (১৯) ও শিহান (২০)।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পালিয়ে যাওয়া বালুবাহী ট্রাকটি জব্দ করার চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, খিলজী রোডের মাথায় একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুইজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যায়। পরে আহত দিপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৯, ২০১৯)