স্যামসনের বিধ্বংসী সেঞ্চুরিতে রাজস্থানের বড় পুঁজি

দ্য রিপোর্ট ডেস্ক : ঘরের মাঠে সাকিব আল হাসানের মতো বোলারকে বসিয়ে রাখার খেসারতটা দিতে হলো সানরাইজার্স হায়দরাবাদকে। তাদের বোলিং আক্রমণকে তুলোধুনো করে ২ উইকেটে ১৯৮ রানের বড় পুঁজি দাঁড় করিয়েছে রাজস্থান রয়্যালস।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না রাজস্থান রয়্যালসের। ২০ বলের উদ্বোধনী জুটিতে উঠে মাত্র ১৫ রান। ৫ রানেই জস বাটলারের মতো ভয়ংকর ব্যাটসম্যানকে বোল্ড করেন রশিদ খান।
তবে পরের সময়টা কেবল হতাশাতেই কেটেছে হায়দরাবাদের। দ্বিতীয় উইকেটে আজিঙ্কা রাহানে আর সঞ্জু স্যামসন গড়েন ১১৯ রানের জুটি। ৪৯ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭০ রান করে সাজঘরে ফেরেন রাহানে।
তবে স্যামসনের ব্যাটিং তাণ্ডব চলেছে একদম শেষ পর্যন্ত। ৫৪ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাকে আউট করতে পারেননি হায়দরাবাদের বোলাররা।
৫৫ বলে ১০ চার আর ৪ ছক্কায় ১০২ রানের হার না মানা ইনিংস খেলেই মাঠ ছেড়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। আর শেষদিকে নেমে ৯ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত ১৬ রান করেন বেন স্টোকস।
(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ২৯,২০১৯)