‘কেন বারবার ডিএনসিসি মার্কেটে আগুন লাগে, খতিয়ে দেখা হবে’
![](https://bangla.thereport24.com/article_images/2019/03/30/image-161070-1553912461-1.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুনের ঘটনা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি বলেন, এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই আগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।
মেয়র আরও বলেন, গত বছরের জানুয়ারির ২ তারিখে একই জায়গায় আগুন লেগেছিল।
শনিবার (৩০ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে ডিএনসিসি মার্কেটে আগুন লেগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন।
তিনি জানান, গুলশান ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিরাপত্তা বাহিনী এখনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কোথাও নতুন করে আগুনের কোনো সূত্র রয়েছে কি-না।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওই বছরের ৩ জানুয়ারি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ৩০, ২০১৯)