বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত

বগুড়া প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন।
শনিবার (৩০ মার্চ) সকালে বগুড়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই খুরশীদ আলমকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বগুড়া চারমাথা এলাকা থেকে গাড়ি নিয়ে শহরের ম ম ইন হোটেলের দিকে যাচ্ছিলেন খুরশীদ আলম। এ সময় একটি বাস তার গাড়িকে ধাক্কা দিলে তিনি আহত হন।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ৩০, ২০১৯)