দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২ শতাধিক দোকান পুড়ে গেছে। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের অনডিউটি অফিসার নাজমা আক্তার বলেন, কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরে একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ৩০, ২০১৯)