অগ্নিনির্বাপণের বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়যনি: ফায়ার সার্ভিস
দ্য রিপোর্ট প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেছেন, ২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর কর্তৃপক্ষে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার জন্য তিন-চারবার নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু নোটিশের জবাবে মার্কেট কর্তৃপক্ষে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি।
শনিবার (৩০ মার্চ) সকালে ডিএসসিসি মার্কেটের ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
শাকিল নেওয়াজ বলেন, গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার (২০১৭ সালের জানুয়ারি) পর মার্কেটের অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণব্যবস্থা সরেজমিনে দেখা হয়। তারপর সে অনুযায়ী মার্কেটের সমস্যাগুলো চিহ্নিত করে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন-চারবার নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশের জবাবে মার্কেট কর্তৃপক্ষে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।
এরআগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ৩০, ২০১৯)