অভিনেত্রী থেকে নেত্রী উর্মিলা
দ্য রিপোর্ট ডেস্ক : অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেয়া বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার সম্প্রতি কংগ্রেস দলে যোগ দিয়েছেন।
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে তিনি উত্তর মুম্বাই আসন থেকে লড়বেন। খবর এনডিটিভির।
বারবার তার ধর্ম নিয়ে প্রশ্ন করায় যার পরনাই বিরক্ত উর্মিলা। ধর্মের উর্ধ্বে রাজনীতি করতে চান তিনি।
উর্মিলা বলেন, আমার ধর্ম সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন? আমি মনে করি না যে আমি এই অধিকারটি কাউকে দিয়েছি! কারণ এটার অধিকার কেবল আমারই।
আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে মহারাষ্ট্রের মুম্বাই উত্তর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপির গোপাল চিনাইয়া শেঠি ওই আসনে জিতেছিলেন।
কংগ্রেসের মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা এবং নবনিযুক্ত মুম্বাই কংগ্রেসের প্রধান মিলিন্দ দেওরার উপস্থিতিতে গত বুধবার কংগ্রেসে যোগ দেন উর্মিলা মাতন্দকর।
সাত দফায় লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে এবং ১৯ মে পর্যন্ত চলবে।
১১ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম চারটি দফায় মহারাষ্ট্রে নির্বাচন হবে। ২৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ৩০, ২০১৯)