দ্য রিপোর্ট প্রতিবেদক: এখন থেকে ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এলজিআরডিমন্ত্রী বলেন, ‘আমরা এক সময় গরিব ছিলাম। অব্যবস্থাপনার মাধ্যমে বেশিরভাগ অবকাঠামো নির্মিত হয়েছে। কিন্তু এখন সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনার জন্য কোনও ছাড় নেই। এই মার্কেটে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কেটটার সম্পর্কে দেশবাসী জানেন। এখানে মার্কেট হওয়ার জন্য যেসব ব্যবস্থাপনা থাকার দরকার তার মধ্যে যথেষ্ট গাফিলতি আছে।
এর আগে এই মার্কেটটি ভেঙে নতুন মার্কেট তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে এই কাজটিকে মন্থর করে দেওয়া হয়েছে। আমার মনে হয়, এই ক্ষতির পরে সবার বোধোদয় হবে ও সরকারকে সহযোগিতা করবে।’

এ সময় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাসও দেন তিনি।

এ ছাড়াও সিটি করপোরেশনের মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি একটি অস্থায়ী মার্কেট। পূর্ণাঙ্গ মার্কেটে রূপান্তরিত করার জন্য সিটি করপোরেশন আন্তরিকভাবে চেষ্টা করছে। অস্থায়ী মার্কেটে তারা (ব্যবসায়ীরা) নিশ্চয়ই অগ্নিনির্বাপণ ব্যবস্থা রেখেছে। হয়তো সেটা পর্যাপ্ত ছিল না।’

আজ শনিবার ভোর পৌনের ৫টার দিকে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে গত বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ২৫ জন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩০, ২০১৯)