বনানীতে অগ্নিকাণ্ড, আরো একজনের মৃত্যু
![](https://bangla.thereport24.com/article_images/2019/03/30/photo-1553942132.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত আবু হেনা মোস্তফা কামাল (৪১) মারা গেছেন। শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিহত মোস্তফা কালাম এফ আর টাওয়ারের ১০তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।
এদিকে বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। শনিবার এই মামলা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদ্দুজ্জামান মিয়া।
গত বৃহস্পতিবার দুপুরে বনানীর ২২তলা ভবনটিতে আগুন লাগে। এতে ২৫ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসার পরই একের পর এক লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। পরে শুক্রবার সকালে ২৫ জনের লাশের তথ্য নিশ্চিত হওয়া যায়। আজ শনিবার সকালে মোস্তফা কামালের মৃত্যু হলে মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়ায়।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩০, ২০১৯)