কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ১৩ রোহিঙ্গার পেটের ভেতর থেকে ৪৩ হাজার পিস ইয়াবার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

শুক্রবার রাতে হ্নীলা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে ১৩ রোহিঙ্গার শরীর এক্সরে করে পেট থেকে ৪৩ হাজার ইয়াবা পাওয়া যায়। এছাড়া তিন স্থানীয় ও দুই রোহিঙ্গার কাছ থেকে আরও ৭ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, একটি চক্র পেটের ভেতরে করে ইয়াবা পাচার করছে- এমন খবরে হ্নীলা চৌধুরী পাড়া অভিযান চালিয়ে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের শরীর এক্স করে ১৩ রোহিঙ্গার পেটের ভেতর ৪৩ হাজার ইয়াবা পাওয়া যায়। এছাড়া তিন স্থানীয়সহ পাচঁজনের কাছ থেকে আরও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩০, ২০১৯)