নতুন ঘোষণা দিলেন ঐশ্বরিয়া
দ্য রিপোর্ট ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের সফল তারকা ঐশ্বরিয়া রাই। তবে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। নিজেই দিলেন সেই ঘোষণা। জানালেন, সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন বচ্চন বাড়ির বউ।
বলিউডে অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন প্রযোজনা ও পরিচালনায়। এবার সে তালিকায় যুক্ত হচ্ছেন ঐশ্বরিয়া।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, ‘আমি যখনই যে ছবিতে কাজ করেছি সে ছবির অভিনেতা-অভিনেত্রীসহ অন্য কলাকুশলীদের আগলে রাখার জন্য আমার বেশ সুনাম রয়েছে। এছাড়া পরিচালনার কাজটি আমার স্বপ্ন। পরিচালনা আমার মস্তিষ্কে থাকে সবসময়। কিন্তু তা বাস্তবায়নের জন্য যে পরিমাণ সময় এবং শ্রম দেয়া দরকার ছিল সেটা সম্ভব হয়ে ওঠেনি। এবার মনে হচ্ছে আমি প্রস্তুত। শিগগিরই স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে চাচ্ছি।’
ঐশ্বরিয়া আরো বলেন, ‘আমার সহকর্মীরা আমাকে সবসময় উৎসাহ দিয়ে বলেছেন যে আমি কেন প্রযোজনা বা পরিচালনা করি না? এবার তাদের সে আশা পূরণ করবো। চলতি বছরই নতুনভাবে নিজেকে আনতে চাই। নতুন যাত্রায় ভক্তদের আশীর্বাদ চাই।’
সর্বশেষ ‘ফ্যানি খান’ ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাইকে। ছবিটি আশানুরূপ সাফল্য আনতে পারেনি বক্স অফিসে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩১, ২০১৯)