দ্য রিপোর্ট প্রতিবেদক : বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই গাছ চাপায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক নারী এবং পল্টনে ইট পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ঝড় চলে প্রায় ২০ মিনিটের মতো। সেইসাথে আকাশে বিদ্যুতের ঝলকানি ও  বজ্রপাত ছিল উল্লেখ করার মতো। এরপরে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আরও কিছুক্ষণ। রাজধানীর বেশিরভাগ রাস্তায় গাছের ছোট-বড় ডালপালা পড়ে বিছিয়ে রয়েছে।

ঝড়ের তাণ্ডবে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ মোড়ে একটি বটগাছ উপড়ে পড়ে। এছাড়া বেইলি রোডের মন্ত্রীপাড়া ও ধানমন্ডিতে গাছ উপড়ে পড়ে। এতে করে এসব এলাকায় যানচলাচল বিঘ্নিত হয়।
বছরের প্রথম কালবৈশাখীতে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ মোড়ে একটি বটগাছ উপড়ে পড়ে। ছবি: আদিত্য হোসেন অংশুক

এদিন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর ঝড় হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের বাংলাদেশের পশ্চিমাংশে ছড়িয়ে রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ৩১,২০১৯)