দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট সংলগ্ন গাউছিয়া মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মার্কেটটির দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কেটের দ্বিতীয় তলার একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরুর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে গাউছিয়া মার্কেটের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৯)