এখনই বিয়ে নয়: শ্রদ্ধা
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড তারকাদের বিয়ে নিয়ে হামেশায় নানা কথা শোনা যায়। তবে সেগুলো কতটা ঠিক তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে।
সম্প্রতি গুঞ্জন শোনা যায়, এক ফটোগ্রাফারের সঙ্গে আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর। তবে এ গুজব বলে উড়িয়ে দিয়েছেন 'আশিকি-টু' খ্যাত এই অভিনেত্রী।
ডেকান ক্রনিকেল জানায়, শ্রদ্ধা কাপুরের সঙ্গে যাকে জড়িয়ে বিয়ের খবর রটেছে তার নাম রোহান শ্রেষ্ঠ। পেশায় তিনি একজন আলোকচিত্রী।
অবশ্য বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে শ্রদ্ধা বলেছেন, এই মুহূর্তে আমি পুরোপুরি আমার ক্যারিয়ারকে প্রাধান্য দিচ্ছি। তিনি আরও বলেন, এখনই বিয়ে নয়। আপাতত বিয়ে নিয়ে তেমন কোনও পরিকল্পনা আমার নেই।
শ্রদ্ধা কাপুর এখন কাজ করছেন বরুণ ধাওয়ানের সঙ্গে 'স্ট্রিট ডান্সার থ্রিডি' ছবিতে। শুটিং চলছে। এছাড়া 'বাহুবলী' ছবির নায়ক প্রভাসের সঙ্গে 'সাহো' নামের একটি ছবিতেও দেখা যাবে তাকে।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০১, ২০১৯)