দ্য রিপোর্ট প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে।

বেলা পৌনে ১টার দিকে প্রবেশ করে তাকে বহনকারী গাড়িটি। খালেদা জিয়ার জন্য হাসপাতালের ৬২১-৬২২ নম্বর কেবিন প্রস্তুত রাখা হয়েছে।

অপরদিকে খালেদাকে কারাগারে আনার জন্য হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক সকালে বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে কারাকর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ যে কোনও সময় খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হবে।

এদিকে আজ সোমবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। এদিন পুরান কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানি হয়। শুনানিতে আগামী ৮ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০১, ২০১৯)