এইসএসসির প্রথম দিন ১৫ হাজার অনুপস্থিত
দ্য রিপোর্ট প্রতিবেদক:সোমবার শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। প্রথম দিন সোমবার (১ এপ্রিল) ১৪ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এ ছাড়া এদিন ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার ৯। দেশের ২ হাজার ৫৭৯টি কেন্দ্রে ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পারীক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির তথ্যমতে, ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থী ৩ হাজার ৪০ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৪৬ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৫১ জন, যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৫৬ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯৮৩ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৭১৯ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৮০৩ জন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৬২ জনসহ সাধারণ ৮ শিক্ষা বোর্ডে মোট ১০ হাজার ১৬০ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রগুলোতে মোট ২ হাজার ৬১৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২ হাজার ২১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে ঢাকা, কুমিল্লা, যশোর ও চট্টগ্রামে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে একজন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২২ জনকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী, সিলেট, বরিশাল ও দিনাজপুর শিক্ষা বোর্ডে কোনও শিক্ষার্থী বহিষ্কার হয়নি। ]
(দ্য রিপোর্ট/টিআইএম/০১ এপ্রিল, ২০১৯)